২০২২ সালে ইতিহাস গড়বে বিশ্ব অর্থনীতি, এগিয়ে যাবে চীন

|

ছবি: সংগৃহীত।

করোনার কারণে পিছিয়ে যাওয়া বিশ্ব অর্থনীতির বাজার ফের চাঙ্গা হবে ২০২২ সালে। সামনের বছর করোনার ক্ষতি তো পুষিয়ে নেবেই, সেই সাথে রেকর্ড পরিমাণ উৎপাদনের মুখ দেখবে বিশ্ব। যুক্তরাজ্য ভিত্তিক অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টামূলক প্রতিষ্ঠান সেব্রের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর এনডিটিভির।

এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে বিশ্ব অর্থনীতি প্রথমবারের মতো ১০০ ট্রিলিয়ন ডলার অতিক্রম করতে পারে। এর মাধ্যমে চীন এগিয়ে যাবে আরও একধাপ। ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে ডলারের হিসাবে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশ হিসেবে নিজের জায়গা করে নেবে চীন।

আরও পড়ুন: এবার ট্রেনেও নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করতে চায় ভারত

এদিকে, ভারতের অর্থনীতিও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেছে সেব্র। বলা হয়েছে, আগামী বছর অর্থনীতিতে ফ্রান্সকে পেছনে ফেলবে ভারত। এরপর ২০২৩ সালে ব্রিটেনকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ ৬তম অর্থনীতির দেশ হিসেবে জায়গা করে নেবে ভারত।

এছাড়া, ২০৩৩ সালে অর্থনীতিতে জাপানকে পেছনে ফেলবে জার্মানি। ২০৩৬ সালে শীর্ষ ১০টি দেশের মধ্যে নাম লেখাবে রাশিয়া এবং ২০৩৪ সাল নাগাদ বিশ্বের নবম বৃহত্তর অর্থনীতির দেশ হবে ইন্দোনেশিয়া।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply