ঘোড়া কিনে চড়ায় যুবক খুন

|

তার হয়তো ঘোড়ার শখ ছিল, থাকতেই পারে। কিনেও এনেছিলেন একটি ঘোড়া। কিন্তু এ জন্য খুন করা হবে?

ভারতের গুজরাটের ভাবনগর জেলার টিমবি গ্রামে বৃহস্পতিবার এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে।

পুলিশের ধারণা, দলিত শ্রেনির হয়েও ঘোড়া কিনে চড়ায় ২১ বছর বয়সী প্রদীপ কুমারকে খুন করা হয়েছেন।

ভাবনগর পুলিশের ডেপুটি সুপার এ এম সাইদ বলেন, “আমরা জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছি। কিছু সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছি। ফুটেজে দেখা গেছে, তার লাশ পাওয়া যাওয়ার আগে প্রদীপ তার ঘোড়ার পিঠে বসে ছিল।

তবে এই ঘটনার সঙ্গে পুরনো শত্রুতা বা প্রেমঘটিত বিষয়সহ অন্য কিছু জড়িত কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

পুলিশে অভিযোগ দায়েরের সময় প্রদীপের বাবা কালুভাই রাঠোর দাবি করেন, তার ছেলে সম্প্রতি একটি ঘোড়া কিনে আনায় উচ্চ শ্রেণির রাজপুতদের বিদ্বেষের মুখে পড়েছিল।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply