নাটকীয়তা শেষে মাঠে গড়িয়েছে ফেডারেশন কাপের প্রথম ম্যাচ। সাইফ স্পোর্টিংকে ১-১ গোলে রুখে দিয়েছে পুলিশ এফসি। আর শেখ জামালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে আসেনি মুক্তিযোদ্ধা সংসদ। টার্ফ জটিলতা তাই দ্বিতীয় দিনও চলছে। ক্লাব ও আয়োজক কমিটির মাঝে সমঝোতা না হওয়ায় একাধিক ক্লাবের অংশগ্রহণ ছাড়াই চলছে এই আসর।
প্রথম দিনের নাটকীয়তা শেষে দ্বিতীয় দিনে মাঠে গড়ায় ফেডারেশন কাপ। নির্দিষ্ট সময়ের আগেই মাঠে আসে সাইফ স্পোর্টিং এবং পুলিশ এফসি। দুই দলের লড়াইটা প্রথমার্ধ পর্যন্ত ছিল গোলশূন্য।
আরও পড়ুন: মাঠে হার্ট অ্যাটাক করে ফুটবলারের মৃত্যু
এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ধার বাড়ায় সাইফ স্পোর্টিং, আর দ্রুত পেয়েও যায় সাফল্য। ৫৪ মিনিটে ডি বক্সের ভেতরে ফাউল হওয়ায় পেনাল্টি পায় ক্লাবটি। সেখান থেকে লিড এনে দেন এমেরি বাইসেঙ্গে। জয়ের পথে থাকা সাইফের কপাল পোড়ে ম্যাচের যোগ করা সময়ে। পেনাল্টি পেয়ে সেখান থেকে পুলিশকে সমতায় ফেরান আফগানিস্তানের ফরোয়ার্ড শরিফী।
আরও পড়ুন: ‘পঞ্চপাণ্ডবের কোনো অর্জন নেই, দেশকে তারা ট্রফি দিতে পারেনি’
Leave a reply