স্টাফ রিপোর্টার,নেত্রকোণা:
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নেত্রকোণার মোহনগঞ্জের সাতটি ইউনিয়নের মধ্যে ছয়টিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। আর একটিতে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেন। জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখ বেসরকারিভাবে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচিতরা হলেন- বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মোতাহার হোসেন চৌধরী, বড়তলি বানিয়াহারিতে ঘোড়া প্রতীকের প্রার্থী সোহাগ তালুকদার, তেঁতুলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম চৌধুরী, মাঘান সিয়াধানে নৌকার প্রার্থী আবু বক্কর, সমাজ সহিলদেওয়ে নৌকা প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম খান, সোয়াইর ইউনিয়নে নৌকার প্রতীকের প্রার্থী কামরুল হাসান ও গাগলাজুর ইউনিয়নে নৌকার মো. হাবিবুর রহমান।
তবে, খালিয়াজুরিতে চারটি ইউনিয়নের মধ্যে শুধু চাকুয়াতে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জয়লাভ করেছেন। আর নগরে আনারস প্রতীকের প্রার্থী দেবেশ চন্দ্র তালুকদার, গাজীপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক আনারস প্রতীকের প্রার্থী আবদুর রউফ স্বাধীন ও কৃষ্ণপুরে ঘোড়া প্রতীকের প্রার্থী শামিম মোড়ল বেসরকারিভাবে জয়লাভ করেন।
এ ছাড়া নেত্রকোণা সদর উপজেলার মদনপুরে ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান ফারাস দিলীপ জয়লাভ করেন। ওই ইউনিয়নে দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত ২৪ অক্টোবর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তফা-ই-কাদেরের মৃত্যুর পর নির্বাচন স্থগিত রাখা হয়েছিল।
জেডআই/
Leave a reply