স্টাফ রিপোর্টার, পটুয়াখালী:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে প্রশাসনের গুলিতে আ. খালেক (৪০) নামের এক মেম্বার প্রার্থীর সমর্থকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ ও রক্তাক্ত আ. খালেক নামের এই ব্যক্তির কয়েক সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় নয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার সময় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানা গেছে। গুলিতে নিহত খালেক ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী জিয়া উদ্দিনের সমর্থক।
স্থানীয় সূত্র জানায়, সাবেক মেস্বার আলমগীর ও জিয়া উদ্দিনের সমর্থকরা উত্তেজিত হয়ে শ্লোগান দিচ্ছিল ভোট গণনার সময়। ঠিক সেই মুহূর্তে জিয়া উদ্দিন প্রার্থীর সমর্থক একটি ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার সময় প্রশাসনের লোকজন গুলি ছোঁড়ে। পরে আহত অবস্থায় তাকে পার্শ্ববর্তী বাইলাবুনিয়া বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান।
পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ লাশ উদ্ধারের কথা স্বীকার করেন। তিনি বলেন, চরমোন্তাজে একজনের ডেডবডি পাওয়া গেছে। তবে কীভাবে কী হয়েছে সেটা তদন্ত করা হচ্ছে। তদন্তের পরে কারণ বলা যাবে।
/এডব্লিউ
Leave a reply