স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:
টাঙ্গাইলের ২১টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নয়জন ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে ১১ জন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
রোববার (২৬ ডিসেম্বর) ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। এদিকে একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হওয়ায় ঐ ইউনিয়নটির ফলাফল স্থগিত রয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল ইমলাম জানান, স্থগিত কেন্দ্র ভুয়াপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ পঞ্চম ধাপের নির্বাচনে অনুষ্ঠিত হবে।
টাঙ্গাইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন- দাইন্যা ইউনিয়নে আফজাল হোসেন (নৌকা), হুগড়া ইউনিয়নে নুর ই আলম তুহিন (স্বতন্ত্র), বাঘিল ইউনিয়নে এসএম মতিয়ার রহমান মন্টু (নৌকা), ঘারিন্দা ইউনিয়নে তোফায়েল আহম্মেদ (নৌকা), করটিয়া ইউনিয়নে খালেকুজ্জামান মজনু (নৌকা), পোড়াবাড়ি ইউনিয়নে শাহাদত হোসেন (স্বতন্ত্র), গালা ইউনিয়নে নজরুল ইসলাম খান (স্বতন্ত্র) ও মগড়া ইউনিয়নে মোতালেব হোসেন (স্বতন্ত্র)।
এছাড়া ভুঞাপুর উপজেলায় বিজয়ীরা হলেন- অর্জুনা ইউনিয়নে দিদারুল আলম খান (নৌকা), গাবসারা ইউনিয়নে শাহ আলম (স্বতন্ত্র), ফলদা ইউনিয়নে সাইদুল ইসলাম (নৌকা), তালুকদার গোবিন্দাসী ইউনিয়নে দুলাল হোসেন (নৌকা) ও চকদার নিকরাইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাসুদুল হক মাসুদ।
ঘাটাইল উপজেলায় বিজয়ীরা হলেন- দেওলাবাড়ি ইউনিয়নে সুজাত আলী খান (নৌকা), ঘাটাইল সদর ইউনিয়নে মিজানুর রহমান হীরা (স্বতন্ত্র), লোকেরপাড়া ইউনিয়নে সহিদুল হক মিলন (স্বতন্ত্র), আনেহলা ইউনিয়নে তালুকদার শাজাহান (নৌকা), দিগলকান্দি ইউনিয়নে রেজাউল করিম মটু (স্বতন্ত্র), দিঘর ইউনিয়নে ফারুক হোসেন ফনি (স্বতন্ত্র) ও
দেওপাড়া ইউনিয়নে রুহল আমীন হেপলু (স্বতন্ত্র)।
জেডআই/
Leave a reply