৫ বছরে গোলান উপত্যকায় ইহুদি বসতি দ্বিগুণ করবে ইসরায়েল

|

ছবি: সংগৃহীত।

আগামী ৫ বছরে গোলান উপত্যকায় দখলদার ইহুদি বসতি দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করেছে ইসরায়েল। রোববার (২৬ ডিসেম্বর) দেশটির মন্ত্রিসভার এক বৈঠকে আসে এ সিদ্ধান্ত।

অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী, গোলান উপত্যকার মূল ইহুদি বসতি কাৎজরিনে ৭৩০০ আবাসিক ইউনিট নির্মাণের কথা বলা হয়েছে। যার ফলে, ২৩ হাজারের বেশি ইহুদি বসবাসের সুযোগ পাবে সেখানে। এলাকাটিতে বর্তমানে প্রায় ২০ হাজার দ্রুজ জনগোষ্ঠীর মানুষ বসবাস করেন। যাদের প্রায় সবাই নিজেদের সিরীয় হিসেবে পরিচয় দিয়ে থাকেন।

আরও পড়ুন: ইউরোপ-যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে রাশিয়ার নতুন বিমান

১৯৬৭ সালের যুদ্ধের সময় সিরিয়ার কাছ থেকে গোলান উপত্যকা দখলে নেয় ইসরায়েল। ২০১৯ সালে এলাকাটির ওপর ইসরায়েলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমান মার্কিন রাষ্ট্রপ্রধান জো বাইডেন সিদ্ধান্তটি বদলাবেন, এমন কোনো ইঙ্গিতও মিলছে না।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply