Site icon Jamuna Television

করোনা ঠেকাতে নয়াদিল্লিতে কারফিউ, ‘ইয়েলো অ্যালার্ট’

ছবি: সংগৃহীত।

করোনার ভাইরাসের বিস্তার রোধে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চালু হচ্ছে রাত্রিকালীন কারফিউ। একইসাথে জারি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক সতর্কতা ‘ইয়েলো অ্যালার্ট।’

দিল্লি প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বহাল থাকবে কারফিউ। যার ফলে, মধ্যরাতের আগেই বিনোদন এবং সংস্কৃতি কেন্দ্রগুলো বন্ধ হবে।

এছাড়া, অন্যান্য দোকানপাট এবং শপিং মল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিবে প্রশাসন। সেক্ষেত্রে দিল্লির জনপ্রিয় জোড়-বিজোড় নীতিমালা অনুসরণ করা হবে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ পাবে রেস্তোঁরা। তবে সেটা ধারণক্ষমতার তুলনায় অর্ধেক মানুষকে বসানোর শর্তে।

আরও পড়ুন: ৫ বছরে গোলান উপত্যকায় ইহুদি বসতি দ্বিগুণ করবে ইসরায়েল

এছাড়া, বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে পানশালা। রোববারই (২৬ ডিসেম্বর) দিল্লিতে ২৯০ জনের শরীরে নতুনভাবে শনাক্ত হয় করোনা। যা ক্রিসমাসের পূর্ববর্তী সময়ের তুলনায় ১৬ শতাংশ বেশি।

জেডআই/

Exit mobile version