নিরাপত্তা বলয় ফাঁকি দিয়ে রানির মহলে সশস্ত্র তরুণের প্রবেশ

|

ছবি: সংগৃহীত।

কড়া নিরাপত্তা বেষ্ঠনি ভেদ করে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মহলে বড়দিনে এক সশস্ত্র তরুণ ঢুকে পড়ে বলে জানানো হয়েছে। লন্ডনের উইনসর প্রাসাদে রোববার (২৫ ডিসেম্বর) বড়দিন পালনকালে এ ঘটনা ঘটে। এরই মধ্যে ১৯ বছর বয়সী ওই তরুণকে গ্রেফতার করেছে নিরাপত্তা কর্মীরা। তার পরিচয় জানিয়ে দেয়া হয়েছে রাজপরিবারকে।

সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, করোনার কারণে রাজকীয়ভাবে বড়দিনের উৎসব বাতিল করা হয়েছিল আগেই। তবে রোববার যুবরাজ চার্লস, তার স্ত্রী ক্যামেলিয়াসহ রাজপরিবারের আরও কয়েকজন সদস্য মিলে ওই মহলে বড়দিন পালন করছিলেন। প্রাসাদটিকে ঘিরে তাই নিয়োগ করা হয় কড়া নিরাপত্তা। তবে সেই নিরাপত্তা ফাঁকি দিয়েই অস্ত্র নিয়ে সেখানে ঢুকে পড়ে ওই তরুণ।

এ নিয়ে টেমস ভ্যালি ও মেট্রোপলিটান পুলিশের কর্মকর্তারা জানান, ওই যুবক উদাম্পটনের বাসিন্দা। তার হাতে তীর-ধনুক জাতীয় একটি ‘প্রাণঘাতী’ অস্ত্র ছিল। তবে অস্ত্রটি ঠিক কী ছিল তা জানানো হয়নি। এমনকি সেই যুবক মূল প্রাসাদের কতটুকু কাছাকাছি পৌঁছাতে পেরেছিল তাও প্রকাশ করা হয়নি। বর্তমানে গ্রেফতারকৃত তরুণ নিরাপত্তা বাহিনীর হেফাজতে আছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply