বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধারে অভিযান অব্যাহত

|

রাজধানীর কামরাঙ্গীরচরে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে।

বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধারে রাজধানীর কামরাঙ্গীরচরে দ্বিতীয় দিনের মতো চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।

সোমবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চলছে এই উচ্ছেদ অভিযান। আজ মূল সড়ক থেকে ভেতরে বেড়িবাঁধের অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে সংশ্লিষ্টরা।

বিআইডব্লিউটিএর জানিয়েছে, গতকাল বাণিজ্যিক-অবাণিজ্যিক মিলিয়ে মোট ২৬টি স্থাপনা ভেঙে ফেলা হয়, যার ফলে দখলমুক্ত হয় ১ একর এলাকা। আজকে এক্সকেভেটর মেশিনের সংখ্যা একটি বাড়িয়ে মোট তিনটি মেশিনের সাহায্যে উচ্ছেদ কার্যক্রম চলছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন: প্লট পেতে ১০ লাখ টাকা ঘুষ দাবি বীর মুক্তিযোদ্ধার কাছে

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply