করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নতুন এই ভ্যারিয়েন্টে এই প্রথম কোনো মৃত্যু দেখলো দেশটি। তবে হাসপাতালে ভর্তির হার কম হওয়ায় এখনই নতুন করে লকডাউন বা আরও কঠোর বিধি-নিষেধ আরোপ করা হবে না বলে জানানো হয়েছে।
ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৭ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার এক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান ওই ব্যক্তি। তার বয়স ছিল আশির ওপরে। এছাড়া বয়সের কারণে আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি।
আরও পড়ুন: ‘৪০০ কেজি পৈতৃক সোনা বিক্রি করে ২৯৩ কোটি টাকা পেয়েছি’
উল্লেখ্য, করোনার কারণে অস্ট্রেলিয়ায় নতুন প্রাদুর্ভাব ঠেকাতে দফায় দফায় বিধি-নিষেধ দেয়া হয়। অবশেষে কিছু অংশ থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছিল সম্প্রতি। এমন সময়ে এই মৃত্যু চিন্তার কারণ হয়ে উঠেছে।
এসজেড/
Leave a reply