নির্বাচন কমিশন (ইসি) গঠনে সংলাপের জন্য বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর সঙ্গে সংলাপে যোগ দিয়েছে তরিকত ফেডারেশন। দলটির চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল এতে যোগ দিয়েছে।
সংলাপে যোগ দেয়ার আগে রাষ্ট্রপতির কাছে কী প্রস্তাব দেবেন, এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলেও কিছু জানায়নি তরিকত ফেডারেশনের নেতারা।
২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া রাষ্ট্রপতির সঙ্গে এই সংলাপে প্রথম রাজনৈতিক দল হিসেবে জাতীয় পর্টি অংশ নেয়। ওই আলোচনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছিলেন, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার এই উদ্যোগ।
তরিকত ফেডারেশনের পর সোমবার সন্ধ্যা ছয়টায় বঙ্গভবনে সংলাপে যোগ দেবে খেলাফত মজলিস।
উল্লেখ্য, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। পরদিন নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে।
এমএন/
Leave a reply