সোমালিয়ায় নির্বাচন নিয়ে মতবিরোধ, প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন রাষ্ট্রপতি

|

পূর্ব বিরোধ ও নির্বাচন ব্যবস্থা নিয়ে মতদ্বৈততার জেরে হর্ন অফ আফ্রিকা নামে খ্যাত সোমালিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসেইন রোবলেকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ আবদুল্লাহি মোহামেদ। খবর এএফপি’র।

সোমবার (২৭ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রপতির ইস্যুকৃত এক আদেশে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসেইন রোবলে। রোবলের অভিযোগ, প্রেসিডেন্টের এ পদক্ষেপ সম্পুর্ণ অসংবিধানিক, এর ফলে দেশে নির্বাচন নিয়ে দ্বন্দ্ব্য আরও বাড়বে।

সোমালিয়ায় নির্বাচন বিলম্বিত হওয়া নিয়ে তাদের প্রকাশ্য দ্বন্দ্বের একদিন পরই খবর সামনে এলো এ খবর। এর আগে, প্রেসিডেন্ট মোহামেদ আবদুল্লাহি মোহামেদের বিরুদ্ধে নির্বাচনে নাশকতার অভিযোগ তুলেছিলেন সদ্য বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসেইন রোবলে।

সোমবার (২৭ ডিসেম্বর) দেশটির প্রেসিডেন্টের অফিস জানিয়েছে, দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসেইন রোবলেকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট। এছাড়াও জমি অধিগ্রহণের মামলার তদন্তে হস্তক্ষেপের অভিযোগও উঠেছে বিরুদ্ধে। 

এদিকে, দেশটির শীর্ষ স্থানীয় দুই ব্যক্তির বিরোধ আল কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠী আল শাবাবের বিরুদ্ধে চলা লড়াই থেকে সরকারের মনোযোগ সরে যাওয়ার ঝুঁকি সৃষ্টি করছে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

/এসএইচ  


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply