মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিপর্যস্ত কানাডার পশ্চিমাঞ্চল

|

ছবি: সংগৃহীত

ভারী তুষারপাতে বিপর্যস্ত কানাডার পশ্চিমাঞ্চল। কয়েকটি শহরের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি সাস্কাচুয়ানে।

ঝড়ো হাওয়া ও বাতাসের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এমন পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া বিভাগ। তাই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বলা হয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিম এবং ম্যানিটোবার পশ্চিমে কয়েকটি শহর যেমন, উইনিপেগ, ব্র্যান্ডন, মরডেন, উইঙ্কলার, স্টেইনবাকের অধিবাসীরা হিমাঙ্কের নিচের এই তাপমাত্রায় আছেন গৃহবন্দি অবস্থায়।

আরও পড়ুন: ইতালিতে জন্মহার কমে যাওয়ায় পোপ ফ্রান্সিসের উদ্বেগ

ভ্যাঙ্কুভার সানে প্রকাশিত এক সংবাদে বলা হয়, কানাডার পশ্চিমাঞ্চলে এর আগে বক্সিং ডে’তে এমন তুষারপাত হয়েছিল ২০১৭ সালে। ক্রিসমাসে এমন শৈত্যপ্রবাহ এবং ভারী তুষারপাতের ছবি অনেকেই পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

আরও পড়ুন: ‘৪০০ কেজি পৈতৃক সোনা বিক্রি করে ২৯৩ কোটি টাকা পেয়েছি’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply