আবারও সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

|

এক সপ্তাহের ব্যবধানে সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের শিয়াপন্থি হুথি বিদ্রোহীরা। শনিবার রাতে সৌদি আরবের নাজরান প্রদেশে সেনাবাহিনী ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়।

এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ খবর জানিয়েছে সৌদি টিভি চ্যানেল আল আরাবিয়া। এর আগে গত সপ্তাহে একই সাথে সৌদি আরবে তিনটি স্থানকে লক্ষ্য করে অন্তত ৭টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিলে হুথিরা। ওই সময় এক প্রবাসী নিহত হন।

সাম্প্রতিক সময়ে শক্তিশালী অস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে হুথিদের সক্ষমতা পর্যবেক্ষকদের অবাক করছে। ২০১৫ সালের ৩০ মার্চ ইয়েমেনে অপারেশন ডিসাইসিভ স্টর্ম শুরু করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। কয়েক সপ্তাহের মধ্যে শেষ করে ফেলা হবে বলে ঘোষণা দিলেও বর্তমানে ৩ বছর পার হয়েছে ইয়েমেন যুদ্ধের। এখনও কোনো কুলকিনারা করতে পারছেনা সৌদি ও মিত্ররা।

এদিকে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের ২ কোটিরও বেশি মানুষ খাদ্য ও পানীয়ের সংকটের কারণে দুর্ভিক্ষপীড়িত হয়ে আছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply