বুরকিনা ফাসোয় সশস্ত্র হামলায় নিহত ৪১

|

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সশস্ত্র বাহিনীর হামলায় প্রাণ গেলো কমপক্ষে ৪১ জনের। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকার।

রোববার (২৬ ডিসেম্বর) এক বিবৃতিতে জানানো হয়, নিহতরা সবাই সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত প্রতিরক্ষা বাহিনীর সদস্য। সেটি ভলান্টিয়ার্স ফর দি ডিফেন্স অব দি মাদারল্যান্ড বা ভিডিপি হিসেবে পরিচিত। মালি সীমান্তের কাছে তাদের গাড়িবহরে চালানো হয় চোরাগোপ্তা হামলা।

এই হামলায় প্রাণ হারিয়েছেন বাহিনীটির অন্যতম নেতা লারজি জোরো। বাকিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। মালি-বুরকিনা ফাসো এবং নাইজার সীমান্তে দীর্ঘদিন ধরেই সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে আল-কায়েদার মদদপুষ্ট একটি সশস্ত্র বাহিনী।

গত মাসেও অঞ্চলটিতে হামলা চালিয়ে ৫৭ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply