করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ

|

ছবি: সংগৃহীত।

করোনা আক্রান্ত হলেন ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। সোমবার (২৭ ডিসেম্বর) সকালেই প্রাথমিক পরীক্ষায় সৌরভের রিপোর্ট পজেটিভ আসে। তারপর তার দ্বিতীয় পরীক্ষা করানো হয়, সেখানেও করোনা পজেটিভ ছিলেন সৌরভ। বর্তমানে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে কোয়ারেন্টিনে আছেন তিনি।

সৌরভ করোনা পজেটিভ হলেও তার স্ত্রী ও সন্তান সুস্থ আছেন বলে জানা গেছে। তবে কীভাবে তিনি করোনা আক্রান্ত হলেন তা জানা যায়নি। সম্প্রতি ভারত ও ভারতের বাইরের বেশ কয়েকটি শহরে ঘুরে এসেছেন সৌরভ। সর্বশেষ গিয়েছিলেন মুম্বাইয়ে। সেখান থেকেই তিনি করোনা আক্রান্ত হলেন কি না তা স্পষ্ট নয়।

আরও পড়ুন: অনলাইনে আইফোন অর্ডার দিয়ে পেলেন টয়লেট টিস্যুতে মোড়ানো চকলেট!

এর আগে, চলতি বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচ দিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে অন্য একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply