পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা শুরু

|

ছবি: সংগৃহীত।

পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। অস্ট্রিয়ার ভিয়েনায় সোমবার (২৬ ডিসেম্বর) ৫ বিশ্বশক্তির সাথে বৈঠকে বসে তেহরান।

আলোচনার ফলাফল নিয়ে এখনও কিছু জানানো হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ভিয়েনায় থাকবেন প্রতিনিধিরা। এখনও নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিতেই অনড় তেহরান।

যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সাথে ইরানের মধ্যে ৭ম দফায় পরমাণু আলোচনা শেষ হয় ১০ দিন আগে। পরে মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠক হয় বাকি ৫ দেশের প্রতিনিধিদের। ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে সাক্ষাতে রাজি না হওয়ায় নেয়া হয় বিকল্প পদক্ষেপ।

অবশ্য তেমন কোনো অগ্রগতি হয়নি সেবার। ওয়াশিংটনের দাবি, অযথা সময় নষ্ট হচ্ছে পরোক্ষ আলোচনা প্রক্রিয়ায়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply