নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। নির্বাচনে হাতি প্রতীক নিয়ে নৌকার প্রার্থী ও সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে লড়বেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। প্রতীক বরাদ্দ পেয়েই প্রতিপক্ষের দিকে শক্ত চ্যালেঞ্জ ছুড়েছেন এই স্বতন্ত্র প্রার্থী।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে প্রতীক বরাদ্দ দেন রিটানিং অফিসার মাহফুজা আক্তার। ইতোমধ্যেই নৌকা প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াত আইভী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
প্রতীক বরাদ্দের পর স্বতন্ত্রপ্রার্থী তৈমূর আলম খন্দকার বলেন, জনগণের চাহিদার কারণেই এবারের সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তিনি। অভিযোগ করেন, নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে সরকারি দলের প্রার্থীর পক্ষে, জনসভা করছে সংসদ সদস্যরা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণেরও অভিযোগ করেন তৈমূর।
তৈমূর আরও বলেন, হাতি যদি কোনো নৌকার ওপরে ওঠে তাহলে নৌকার কি তলা থাকে? থাকে না। এখন যেহেতু নৌকার ওপরে হাতি উঠে গেছে, তাহলে এবার দেখবেন আল্লাহ কি করেন, সবকিছু আল্লাহ্র ওপরে ছেড়ে দেন।
প্রতীক বরাদ্দের পর ডাক্তার সেলিনা হায়াত আইভী বলেন, নারায়ণগঞ্জবাসীর ভোটের মাধ্যমে এবারও জয় পাবে নৌকা। সুকৌশলে স্বতন্ত্র প্রার্থী মিথ্যা প্রচারণা চালাচ্ছেন বলেও অভিযোগ করেন সেলিনা হায়াত আইভী।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী আরও বলেন, ২০১৬তেও আমার প্রথম প্রতীক ছিল নৌকা, ওই বার নারায়ণগঞ্জবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, আশা করি এবারও আমার শহরবাসী আমাকে নৌকা প্রতীকে ভোট দেবেন।
কেউ নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করলে বিধি মোতাকেব সেই প্রার্থী বা তার সমর্থকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারী দেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের রিটানিং অফিসার মাহফুজা আক্তার। তিনি বলেন, যদি কারও বিরুদ্ধে কোনো আপত্তি বা অবজারভেশন আসে তাহলে আমরা নির্বাচন আচরণবিধি দেখে সেভাবে ব্যবস্থা নেবো।
উল্লেখ্য, এবারের সিটি নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ ও ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১৮৯ জনকে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।
/এসএইচ
Leave a reply