জুনায়েদ সিদ্দিকী ও নাইম ইসলামের ব্যাটে নর্থ জোনের জয়

|

চলছে বাংলাদেশ ক্রিকেট লিগের খেলা।

জুনায়েদ সিদ্দিকী ও নাইম ইসলামের ব্যাটে বিসিএলে ইস্ট জোনের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে নর্থ জোন। দ্বিতীয় ইনিংসে ইস্টের দেয়া ১১১ রানের টার্গেটে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। আর দিনের আরেক খেলায় সেন্ট্রাল জোনের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৩৮১ রানে দিন শেষ করেছে সাউথ জোন।

রাজশাহীতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৫৪ রানে থামে ইস্ট জোনের ইনিংস। নাঈম হাসান করেন দলীয় সর্বোচ্চ ৪৫ রান। সানজামুল ইসলাম একাই দখল করেন ৮ উইকেট। জবাবে জয়ের জন্য ব্যাট করতে নেমে দলীয় ৩৪ রানে তানজিদ হাসান ও তানভীর হায়দারের উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় ইস্ট জোন। এরপর তৃতীয় উইকেট জুটিতে জুনায়েদ সিদ্দিকী ও নাঈম ইসলাম যোগ করেন ৫৯ রান। আর এতেই জয়ের ভিত গড়ে নর্থ জোন।

আরও পড়ুন: বাংলাদেশের লজ্জার রেকর্ডে সঙ্গী এখন ইংল্যান্ড

এদিকে চট্টগ্রামে সেন্ট্রাল জোনের বিপক্ষে ১০০ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে সাউথ জোন। সর্বোচ্চ ১২২ রান করেন তৌহিদ হৃদয়। এছাড়া অমিত হাসানের ব্যাট থেকে আসে ১১৭ রান। সেন্ট্রাল জোনের হয়ে নজরুল ইসলাম ও শুভাগত হোম চৌধুরী ২টি করে উইকেট দখল করেন।

আরও পড়ুন: নিউজিল্যান্ডে রাহি-তাসকিনদের দাপট


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply