ইমামের ‘বিতর্কিত’ বক্তব্যের জেরে আরও একটি মসজিদ বন্ধ করল ফ্রান্স

|

ছবি: সংগৃহীত।

খ্রিস্টান, ইহুদি ও সমকামীদের নিয়ে ইমাম আপত্তিকর মন্তব্য করেছেন এমন অভিযোগে ফ্রান্সের আরও একটি মসজিদ বন্ধ করে দিয়েছে ফ্রান্স সরকার।

ফ্রান্সের উত্তরাঞ্চলের বেউভাইস শহরের এই মসজিদটি ছয় মাসের জন্য বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।

দুই সপ্তাহ আগে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছিলেন, আপত্তিকর মন্তব্য করায় বেউভাইসের মসজিদ বন্ধের প্রক্রিয়া শুরু করেছেন তিনি।

মসজিদ কর্তৃপক্ষকে এ ব্যাপারে জবাব দেওয়ার জন্য ১০ দিনের সময় দেয়া হয়েছিল। তবে, এই ব্যাপারে অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা করা হয়েছে বলে দাবি করেছেন ওই মসজিদ ব্যবস্থাপনা অ্যাসোশিয়েশনের আইনজীবী। ওই আইনজীবী জানান, ইমামের বক্তব্য তার একান্ত ব্যক্তিগত। তাকে তার দায়িত্ব থেকেও অব্যাহতি দেয়া হয়েছে।

আরও পড়ুন: মেয়েদের জানতে হবে সম্পর্কে কোথায় রেখা টানতে হবে: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়

এর আগে, চলতি মাসের মাঝামাঝি সময়ে চরমপন্থা ছড়ানোর কাজে লিপ্ত থাকার অভিযোগ এনে ফ্রান্সের ২১টি মসজিদ বন্ধ করে দেওয়া হয়। এর আগেও দেশটির বেশকিছু মসজিদ বন্ধ করে দেয় ম্যাকরন সরকার।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply