নৌকার ওপর হাতি উঠে গেছে, তৈমূরের চ্যালেঞ্জ নিয়ে যা বললেন আইভী

|

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতীক পেয়েই প্রতিপক্ষের দিকে শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। তিনি বলেছেন, হাতি যদি নৌকার ওপরে ওঠে তাহলে নৌকার কি তলা থাকে? থাকে না। এখন যেহেতু নৌকার ওপরে হাতি উঠে গেছে, তাহলে এবার দেখবেন আল্লাহ কি করেন, সবকিছু আল্লাহ্‌র ওপরে ছেড়ে দেন।

পরবর্তীতে যমুনা টেলিভিশনের রাজনৈতিক টকশো ‘আমজনতা’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসে এ বিষয়ে কথা বলেন ডা. সেলিনা হায়াত আইভী।

এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ​অবশ্যই, উনি যেহেতু প্রার্থী সেহেতু অনেক কিছুই বলতে পারেন। এমন অনেক কিছু আমিও বলবো। তবে আমি সবাইকে নিশ্চিত করতে চাই যে, নৌকা শক্ত। এটাও মনে রাখতে হবে, নৌকার ওপর যদি হাতি উঠলে নৌকা ডুবে যাবে ঠিক, সাথে কিন্তু ওই হাতিও ডুবে যাবে। তখন কিন্তু হাতিও বাঁচবে না। তবে আশা করছি নৌকার ওপর হাতিকে উঠতে হবে না, হাতির ওপর দিয়েই নৌকা চলে যাবে।

এর আগে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার। নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন ডা. সেলিনা হায়াত আইভী এবং স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীক পেয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply