রাষ্ট্রদ্রোহ মামলায় অনলাইন গণমাধ্যম ‘স্ট্যান্ড নিউজে’র ৬ সংবাদকর্মীকে গ্রেফতার করলো হংকং কর্তৃপক্ষ। এখনও দফতরটিতে চলছে পুলিশি অভিযান।কার্যালয়টির চারপাশে অবস্থান করছেন দুই শতাধিক পুলিশ সদস্য।
আইনশৃঙ্খলা বাহিনীর বিবৃতি অনুসারে, গণমাধ্যমের অফিসে তল্লাশি চালানো এবং সন্দেহভাজন জিনিসপত্র জব্দের অনুমতি দেয়া হয়েছে তাদের। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন স্ট্যান্ড নিউজের সাবেক ও বর্তমান মুখ্য বার্তা সম্পাদক। এছাড়া পপস্টার থেকে গণতন্ত্রপন্থী হিসেবে পরিচিতি লাভ করা ডেনিস হো’কেও গ্রেফতার দেখানো হয়েছে। তিনি বর্তমানে অনলাইন গণমাধ্যমটির বোর্ড মেম্বার।
গ্রেফতারকৃতদের তিনজন নারী রয়েছেন এবং পুরুষ রয়েছেন তিনজন। সবার বয়স ৩৪ থেকে ৭৩ বছরের মধ্যে। চলতি বছরই হংকং প্রশাসনের চাপে বন্ধ হয়ে যায় জনপ্রিয় ‘অ্যাপল ডেইলি’।
আরও পড়ুন: নিজেও টিকা নিবেন না, মেয়েকেও টিকা নিতে দিবেন না ব্রাজিলের প্রেসিডেন্ট
ইউএইচ/
Leave a reply