করোনার নতুন ধরন ওমিক্রন আতঙ্ক ছড়াচ্ছে পুরো বিশ্ব। তবে করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে ফ্রান্সে। দেশটিতে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১ লক্ষ ৮০ হাজার জন। খবর বিবিসি’র।
কয়েকদিন আগেই দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রথমবারের মতো ১ লাখের গণ্ডি ছাড়িয়েছিল। কিন্তু এর মধ্যেই সংক্রমণের হার এত দ্রুতগতিতে বেড়েছে যে তা প্রায় ২ লক্ষ কাছাকাছি পৌঁছে গিয়েছে। মঙ্গলবারের (২৮ ডিসেম্বর) হিসেবে ফ্রান্সে একদিনে আক্রান্ত ১ লক্ষ ৭৯ হাজার ৮০৭ জন।
উল্লেখ্য, ৭৯ শতাংশ ফরাসি নাগরিক টিকার সম্পূর্ণ ডোজ নেয়ার পরেও থামানো যাচ্ছে না ওমিক্রনকে। গত এক সপ্তাহে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজারেরও বেশি।
প্রসঙ্গত, শুধু ফ্রান্স নয়, বিশ্বের ১০৮টি দেশে এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে ওমিক্রন। একমাস আগেই দক্ষিণ আফ্রিকায় খোঁজ মিলেছিল করোনার নতুন প্রজাতি ওমিক্রনের। পরিস্থিতি বেগতিক দেখে লকডাউন ও অন্যান্য বিধিনিষেধের দিকে হাঁটছে বহু দেশ।
Leave a reply