নেতিবাচক রাজনীতি থেকে সরে এসে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে বিএনপি এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, কেউ সংলাপে আসুক বা না আসুক নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না।
বুধবার (২৯ ডিসেম্বর) সকালে নিজ বাসভবনে ব্রিফিং করার সময় এসব কথা বলেন তিনি।
এসময় রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন এতে সংকটের সমাধান হবে না- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এর আগেও নির্বাচন কমিশন গঠনে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে এবারও সেই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। সরকার নাকি বেগম জিয়ার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করছে, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন সরকার নয়, মিথ্যাচার আর বিএনপি এখন সমার্থক শব্দ।
এর আগে গতকাল মানিকগঞ্জে বিএনপির সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ২০১৪ সালে একটা নির্বাচন হয়েছে, যেখানে কোনো ভোটই হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জন সাংসদ জয়ী হয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে আগের রাতেই ভোট ডাকাতি করে নিয়ে গেছে। তখনো একটি আলোচনা (সংলাপ) করেছিল। এখন আবার সেই আলোচনা শুরু করেছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ভোটের অধিকার প্রতিষ্ঠা না হলে এই সংলাপ অর্থহীন। এই সংলাপে সংকটের সমাধান হবে না।
Leave a reply