প্রতি মাসে ৪ কোটি টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

|

swa

বুস্টার ডোজের জন্য দেশে পর্যাপ্ত টিকা আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া প্রতি মাসে চার কোটি টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে ঢাকা ক্লাবে ইডিসিএল এর বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বুস্টার ডোজ দেয়ার পরও তিন কোটি টিকা থেকে যাবে। আমাদের বুস্টার ডোজসহ ২৮ কোটি ভ্যাকসিন প্রয়োজন। আমাদের পরিকল্পনায় ৩১ কোটি ভ্যাকসিন আছে। সুতরাং বুস্টার ডোজের জন্য টিকার অভাব হবে না। সেজন্য আগামী মাস থেকে প্রতি মাসে ৪ কোটি ডোজ প্রদানের পরিকল্পনা নিয়েছি।

তিনি আরও বলেন, ২য় ডোজ নেয়ার পর যাদের ৬ মাস অতিবাহিত হয়েছে, শুধুমাত্র তাদেরকেই এসএমএস দেয়া হবে। বুস্টার ডোজ নিয়ে এসএমএস জটিলতা নিরসনে সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগ কাজ করছে। দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলে জানান জাহিদ মালেক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply