নতুন করে আরও একটি বাঁধ ভেঙে আরও অবনতি হয়েছে ব্রাজিলের বাহিয়া প্রদেশের বন্যা পরিস্থিতির। সোমবার (২৭ ডিসেম্বর) এ তথ্য জানায় বাহিয়ার স্থানীয় প্রশাসন।
বাঁধ ভেঙে যাওয়ার পর প্রদেশের অন্য বাঁধগুলোর ওপরে নজরদারই বাড়িয়েছে কর্তৃপক্ষ। অতিরিক্ত পানির স্রোতে ক্ষতিগ্রস্ত আরও ১০টি বাঁধ নজরদারি করছে তারা। দুর্যোগ কবলিত ১১৬টি শহরের প্রায় পাঁচ লাখ বাসিন্দা।
মাসব্যাপী বন্যায় বাস্তুচ্যুত হয়েছে অন্তত ৬৩ হাজার মানুষ। ভেঙে গেছে হাজার পাঁচেক ঘরবাড়ি। তলিয়ে গেছে রাস্তাঘাট ও সংযোগ সেতু। এখনও পর্যন্ত মারা গেছেন অন্তত ২০ জন। প্রাণহানি এড়াতে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হচ্ছে স্থানীয়দের। ৭২টি শহরে জারি রয়েছে জরুরি অবস্থা। বৃষ্টিপাত আরও বাড়ার পূর্বাভাস দিয়েছেন দেশটির আবহাওয়াবিদরা।
/এসএইচ
Leave a reply