শীতকালে পানি কম খাওয়ার প্রবণতা অনেকের, কিন্তু পানি কম পান করেও অনেকেই বাথরুমে যান বেশি বার। ঠাণ্ডার মধ্যে লেপ কম্বলের উষ্ণতা ছেড়ে বারবার বাথরুমে দৌড়ানো এক মহা বিড়ম্বনা।
বিশেষজ্ঞদের মতে, শীতকালে ঠাণ্ডা থেকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো রক্ষা করতে রক্তনালীর সংকোচন ঘটে। বিভিন্ন অঙ্গে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতেই এমনটা ঘটে। ফলে অন্যান্য অঙ্গের মতোই কিডনিতেও রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। বিজ্ঞানের ভাষায় এই পদ্ধতিটিকে বলে ভ্যাসোকন্সট্রিকশন। ফলে কিডনিকে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি কাজ করতে হয়। আর এই কারণেই মূত্রের পরিমাণ বৃদ্ধি পায়।
কোনও কোনও ক্ষেত্রে বারবার প্রস্রাবের প্রবণতা হাইপোথার্মিয়ার লক্ষণ হতে পারে। যখন শরীরের উৎপাদিত তাপ শরীর থেকে বেরিয়ে যাওয়া তাপের চেয়ে কম হয় তখন শরীরের ভেতরের তাপমাত্রা কমে যেতে থাকে। একেই হাইপোথার্মিয়া বলে। এই অসুস্থতায় আক্রান্ত হলে বারবার প্রস্রাবের সঙ্গে সঙ্গে শরীরের কম্পন, শ্বাসের সমস্যা, দুর্বল হৃদ্স্পন্দন ইত্যাদির সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেয়া প্রয়োজন।
আরও পড়ুন- মোজা-সোয়েটার পরে ঘুমাচ্ছেন! জেনে নিন কী মারাত্মক ক্ষতি হচ্ছে এর ফলে
সূত্র: আনন্দবাজার পত্রিকা।
এনবি/
Leave a reply