বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের শর্টলিস্টে আছেন যারা

|

ছবি: সংগৃহীত

২০২১ সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীতদের শর্টলিস্ট প্রকাশ করেছে আইসিসি। এই তালিকায় আছেন চার জন। ইংল্যান্ডের অধিনায়ক জো রুট, নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন, শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে ও ভারতের অফস্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন আছেন বর্ষসেরা হবার লড়াইয়ে।

২০২১ সাল শেষ হবার দ্বারপ্রান্তে। আর তাই বর্ষসেরার খোঁজে আইসিসি। দলীয় ও ব্যক্তিগত মিলে মোট ১৩ ক্যাটাগরিতে সেরাদের বেছে নেয়া হবে। যার মধ্যে আছে পুরুষদের টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টির বর্ষসেরা দল, তিন ফরমেটের সেরা খেলোয়াড়ও। সে ধারাবাহিকতায় ২০২১ সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচনের জন্য ৪ জনের তালিকা প্রকাশ করেছে আইসিসি।

জো রুট

তালিকার প্রথমেই আছে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুটের নাম। দলগতভাবে এ বছর ৯টি টেস্ট হারের লজ্জার রেকর্ড গড়লেও, দারুণ এক বছর কাটিয়েছেন ইংলিশ অধিনায়ক। স্যার ভিভ রিচার্ডস ও মোহাম্মদ ইউসুফের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মৌসুমে ১ হাজার ৭০০’র বেশি রান করেছেন রুট। দেশ ও দেশের বাইরে ছিলেন সমানভাবে সফল। যার মধ্যে আছে ভারতের স্পিন কন্ডিশনে ২১৮ রানের অনবদ‍্য এক ইনিংস।

রবিচন্দ্রন অশ্বিন

ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও আছেন তালিকাতে। বল হাতে দারুণ বছর কাটিয়েছেন এ অভিজ্ঞ ক্রিকেটার। চলমান সেঞ্চুরিয়ান টেস্টের আগ পর্যন্ত ৮ ম্যাচে ১৬.২৩ গড়ে ৫২ উইকেট নিয়েছেন অশ্বিন। সেই সাথে ব্যাট হাতেও দারুণ সময় পার করেছেন তিনি। এক সেঞ্চুরিসহ ২৮.০৮ গড়ে করেছেন ৩৩৭ রান।

কাইল জেমিসন

২০২০ সালে আর্ন্তজাতিক ক্রিকেটে অভিষেক হবার পরের বছরই বর্ষসেরা হবার দৌড়ে আছেন নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসন। ২০২১ সালে ৫ ম্যাচে ১৭.৫১ গড়ে ২৭ উইকেট নিয়েছেন দীর্ঘদেহী এই বোলার। টিম সাউদি, ট্রেন্ট বোল্টদের মত অভিজ্ঞদের ছাপিয়ে লাল বলে করেছেন ভয়ঙ্কর কিছু স্পেল। নাসের হুসাইনসহ অনেকেই তার মাঝে দেখতে শুরু করেছেন বিশ্বসেরা পেসারের ছায়া।

দিমুথ করুনারত্নে

আর, বছরের সেরা ওপেনার বলা হচ্ছে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নেকে। ৭ ম্যাচে ৬৯.৩৮ গড়ে ৯০২ রান করেছেন এ বাঁহাতি। নামের পাশে আছে ৪টি সেঞ্চুরি। শ্রীলঙ্কার অধিনায়কত্ব পাওয়ার পর থেকে খুবই ধারাবাহিক দিমুথ।

উল্লেখ্য, আইসিসির বর্ষসেরা দলের পুরস্কার ঘোষণা করা হবে ১৭ ও ১৮ জানুয়ারি। আর বর্ষসেরা টেস্ট ক্রিকেটার সহ ব্যক্তিগত অন্যান্য পুরস্কারগুলোর ফল প্রকাশ করা হবে আগামী ২৩ ও ২৪ জানুয়ারি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply