ইসরায়েল সফর করলেন মাহমুদ আব্বাস

|

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফাইল ছবি।

ইসরায়েল সফর করেছেন ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাস। সেখানে তিনি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজের সঙ্গে বৈঠক করেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজের সঙ্গে দেখা করেন মাহমুদ আব্বাস। নিরাপত্তা ও নাগরিক ইস্যুতে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর এএফপির।

এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুই নেতার মধ্যে অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে আস্থার ভিত্তিতে কাজ করার ব্যাপারে আলোচনা হয়েছে। ইসরায়েলের কেন্দ্রে অবস্থিত গান্তজের বাসভবনে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

গত আগস্ট মাসে প্রথমবারের মতো ফিলিস্তিন সরকারের সদর দফতরে আব্বাসের সাথে আলোচনা করেন গান্তজ। এই বৈঠক তারই ধারাবাহিকতা।

গতকালের বৈঠকের পর ফিলিস্তিনের সিভিল অ্যাফেয়ার্সবিষয়ক মন্ত্রী হুসেন আল শেখ টুইটে জানান, রাজনৈতিক সঙ্কটের সমাধান ইস্যুতে আব্বাস ও গান্তজের মধ্যে আলোচনা হয়েছে। দুই নেতা ইহুদি বসতি সম্প্রসারণ নিয়ে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি, নিরাপত্তা, অর্থনীতি ও মানবিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

অবশ্য, ইসরায়েলের বিরোধী রাজনৈতিক দল লিকুদ পার্টি এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে এ ধরনের বৈঠক ইসরায়েলের জন্য বিপদজনক হতে পারে।

আরও পড়ুন- ভারতীয় সেনাবাহিনীর ৯ হাজার ৫০৫ একর জমি ভূমি মাফিয়াদের দখলে

এনবি/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply