টিকার ভয়ে গাছের মগডালে চড়ে বসলেন যুবক!

|

ছবি: সংগৃহীত।

তামিলনাড়ুর পণ্ডিচেরির (পুদুচেরি) ভিলিয়ানুরের একটি গ্রামে এক ব্যক্তি কোভিড টিকা দেয়া এড়াতে গাছে উঠে পড়লেন। লোকটি যখনই স্বাস্থ্যকর্মীদের তার বাড়ির দিকে আসতে দেখেন, তখনই পালিয়ে যান এবং পরে টিকা এড়াতে গাছে উঠে পড়েন।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। পুদুচেরির স্বাস্থ্য কর্তৃপক্ষ মধ্যবয়সী ওই ব্যক্তির নাম জানায়নি। প্রতিবেদনে বলা হয়, লোকটি যখন দেখেন টিকা কর্মীরা তার বাড়ির কাছাকাছি চলে এসেছে তখনই তিনি বাড়ি থেকে এক করাত নিয়ে দৌড়ে এক গাছের মাথায় চড়ে বসেন।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, তিনি ছুরি ব্যবহার করে গাছের ডাল ছাঁটার ভান করছিলেন। এসময় কর্তৃপক্ষ তাকে নিচে নেমে টিকা নিতে বলে। যখন টিকা কর্মীরা জিজ্ঞেস করলেন তিনি ভ্যাকসিন নিয়েছেন কি না, তিনি ‘না’- সূচক উত্তর দেন। এরপর তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের গাছে চড়ে তাকে টিকা দেয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

আরও পড়ুন: বছরের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তির তালিকায় আশরাফ ঘানি

এ ঘটনা পুদুচেরির স্বাস্থ্য কর্তৃপক্ষকে বিব্রত করেছে। কেননা এমন ঘটনা দ্বারা এটাই প্রমাণিত হয় যে, মানুষ এখনো টিকা দেয়ার সুবিধাগুলো সম্পর্কে সচেতন নয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply