দ্বিতীয় দিনের মতো রেকর্ড সংখ্যক করোনা সংক্রমণ শনাক্ত হলো ইউরোপে। বুধবারও (২৯ ডিসেম্বর) ৮ লাখ ৫৮ হাজারের মতো মানুষের শরীরে মিললো করোনাভাইরাস।
মহামারির দু’বছরে, দিনে রেকর্ড দু’লাখের ওপর সংক্রমণ শনাক্ত হলো ফ্রান্সে। সে তুলনায়, করোনায় মৃত্যুবরণ করেছেন ১৮৪ জন। এরপরই, সর্বোচ্চ ১ লাখ ৮৩ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে ব্রিটেন। এছাড়া প্রতিবেশী দু’দেশ স্পেন ও ইতালিতেও সংখ্যাটি লাখ ছাড়িয়েছে।
অন্যদিক, দিনে সর্বোচ্চ প্রাণহানি দেখেছে ইউরোপিয়ান দেশ পোল্যান্ড। বুধবারই দেশটিতে করোনায় মারা গেছেন ৮০০ এর কাছাকাছি মানুষ। এছাড়া জার্মানিতে ৩৮১ জন ও ইউক্রেনে ৩০৭ জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়। বছরঘুরে আবারও মহামারির কেন্দ্রস্থলে পরিণত হলো ইউরোপ।
আরও পড়ুন: করোনার ‘সংক্রমণ সুনামি’, বেড়েছে হাসপাতালে ভর্তি এবং মৃত্যু: আধানম
বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার এক রিপোর্ট প্রকাশ করেছে, যাতে বলা হয়েছে ইউরোপে ২৬ ডিসেম্বরের আগের সপ্তাহে কোভিডের সব ভ্যারিয়েন্টের সংক্রমণ ৫৭ শতাংশ বেড়েছে। ফ্রান্সের হাসপাতালগুলের ফেডারেশন বলেছে, সবচেয়ে খারাপ সময়টা হয়তো এখনো আসার বাকি আছে।
Leave a reply