চলতি মাসে আবারও মুখোমুখি বাইডেন-পুতিন

|

চলতি মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দ্বিতীয়বার সংলাপে বসছেন মার্কিন রাষ্ট্রপ্রধান জো বাইডেন। তবে ভার্চুয়াল নয় আজ কথা হবে টেলিফোনে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে নিশ্চিত করা হয় এ তথ্য। জানানো হয়, সংলাপের মূল ইস্যু হবে ইউরোপ তথা ইউক্রেনের নিরাপত্তা সংকট। কিয়েভ সরকারের অভিযোগ, তাদের সীমান্তে লাখের বেশি সেনা মোতায়েন রেখেছে মস্কো। একইসাথে প্রস্তুত অত্যাধুনিক সমরাস্ত্র এবং বিপুল গোলা-বারুদ। যা স্পষ্টভাবে অস্বীকার করছে পুতিন প্রশাসন।

পুতিন প্রশাসনের দাবি- প্রতিবেশী রাষ্ট্রে আগ্রাসন চালানোর কোনো পরিকল্পনা নেই। বরং নিজ ভূখণ্ডে বার্ষিক মহড়া চালাতেই এতো তোড়জোড়। আগামী ১০, ১২, ১৩ জানুয়ারি রুশ প্রতিনিধি দলের সাথে বিষয়টি নিয়ে ভাগে-ভাগে বৈঠক করবেন জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কূটনীতিকরা। গেলো মাস থেকেই সীমান্তে সামরিক অবস্থান ঘিরে রাশিয়া-ইউক্রেনের মধ্যে ছড়িয়েছে উত্তাপ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply