গ্রামীণ ব্যাংক থেকে আয়কর অব্যাহতি সুবিধা তুলে নিচ্ছে সরকার। ২০২১ সালের আয়ের ওপর প্রচলিত নিয়মে কর পরিশোধ করতে হবে বিশেষ আইনে প্রতিষ্ঠিত ব্যাংকটিকে। গ্রামীণ ব্যাংককে কর পরিশোধের জন্য চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন নিঃশর্তভাবে কর মওকুফ সুবিধা পেয়ে আসছে ব্যাংকটি। সর্বশেষ ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো ধরনের কর পরিশোধ করতে হবে না বলে সরকারের সিদ্ধান্ত ছিল। গ্রামীণ ব্যাংকের প্রতিবেদন বলছে , গত অক্টোবরে ব্যাংকটির বিতরণ করা ঋণের স্থিতি ছিল ১৩ হাজার ৫৭২ কোটি টাকা।
ব্যাংকটি প্রধানত ক্ষুদ্রঋণ বিতরণ করে থাকে। এছাড়া শিক্ষাঋণ, গৃহঋণ, ভিক্ষুকদের ঋণ দেওয়ার মতো কিছু সামাজিক কাজও রয়েছে। বিশ্লেষকরা মনে করেন, গ্রামীণ ব্যাংককে আয়করের আওতায় আনা হলে এর সামগ্রিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়বে।
এমএন/
Leave a reply