দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ওয়াউ কম্পাউন্ডের হেড অফ অফিস উইনি বারবিহুগার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল আনোয়ার হোসেন।
বৈঠকে বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচালিত কর্মকাণ্ডের প্রশংসা করেন উইনি বারবিহুগা। বলেন, দক্ষিণ সুদানের পরিস্থিতি যখন খুব খারাপ ছিলো তখন ‘ব্যানব্যাট-১’ এখানে সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে এবং সাফল্য লাভ করেছে।
কোয়ার্টার মাস্টার জেনারেল আনোয়ার হোসেন আশ্বাস দেন, জাতিসংঘের যেকোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী।
দক্ষিণ সুদানে কর্মরত শান্তিরক্ষা মিশনের কর্মতৎপরতা ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিভিন্ন দিক উঠে আসে এ বৈঠকে।
উল্লেখ্য, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ কন্টিনজেন্টগুলোর অপারেশনাল এবং প্রশাসনিক কর্মকাণ্ড পর্যবেক্ষণে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল আনোয়ার হোসেনের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল গত ৯ সেপ্টেম্বর দক্ষিণ সুদান পৌঁছায়। বিশ্বের নবীনতম রাষ্ট্র দক্ষিণ সুদানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক-বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে কাজ করছে এ প্রতিনিধি দল।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply