বিএনপি’র ‘ভোটাধিকার হরণ দিবস’ পালন

|

৩০ ডিসেম্বর ‘ভোটাধিকার হরণ দিবস’ হিসেবে পালন করছে বিএনপি। এ উপলক্ষে সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি পালন করছে দলটি। রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে পালিত হয় এই কর্মসূচি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে মানববন্ধনে যোগ দিতে ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট ও বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন প্রেসক্লাবের সামনে। এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা ঝুঁকিপূর্ণ। সরকার তাকে হাসপাতালে বন্দি করে রেখেছে বলে অভিযোগ করেন তিনি।

রিজভী আহমেদ আরও বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নিশিরাতের ভোট করে ক্ষমতায় থাকা সরকার- অবৈধ। বারবার ভোটাধিকার হরণ করেও জোর করে ক্ষমতা দখল করে আছে আওয়ামী লীগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply