প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতাকে হত্যা করে সেনাশাসকেরা ক্ষমতায় বসেছিল। কিন্তু সামরিক বাহিনীর উন্নতিতে তারা কোনো কাজ করেনি।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজে ভার্চুয়ালী যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিমান বাহিনীর কর্মক্ষেত্র শুধু দেশে নয়; জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি সম্পন্ন বিমান বাহিনী গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এ কারণে বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান তিনি।
দেশেই একদিন বিমান, হেলিকপ্টার, যুদ্ধবিমান বানাতে পারবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। কুচকাওয়াজের মাধ্যমে ১২ জন মহিলা অফিসার ক্যাডেটসহ মোট ৫৪ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন।
Leave a reply