রূপচর্চা করতে গিয়ে কাটা পড়ল পা! ১৫ কোটি টাকা ক্ষতিপূরণ পেলেন নারী

|

প্রতীকী ছবি।

পায়ের রূপসজ্জা (পেডিকিওর) করতে গিয়েছিলেন পার্লারে। সেখান থেকে ক্ষত সৃষ্টি হয় পায়ে। সেই ক্ষত থেকে ছড়িয়ে পড়া সংক্রমণের কারণে কেটে বাদ দিতে হলো পা। ক্ষতিপূরণ বাবদ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকা পেলেন ফ্লোরিডার পঞ্চান্ন বছর বয়সী ক্লারা শেলম্যান।

সাধারণ রূপসজ্জাই যে অঙ্গহানির কারণ হতে পারে, তা বোধহয় দুঃস্বপ্নেও ভাবেননি ক্লারা। ২০১৮ সালের ২ সেপ্টেম্বর ফ্লোরিডার ট্যাম্পার একটি স্পাতে পেডিকিওরের সময় তৈরি হওয়া ক্ষত থেকে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে তার একটি পায়ে। স্নায়ুরোগে আক্রান্ত ক্লারার সংক্রমণের তীব্রতা দ্রুত বাড়তে থাকে, এর ফলে বাদই দিতে হয় তার পা। চিকিৎসার খরচ মেটাতে গিয়ে আশ্রয়ের একমাত্র অবলম্বন বাড়িটিও বেচে দিতে বাধ্য হন তিনি।

তিনি এ বিষয়ে ওই স্পার বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছিলেন। অবশেষে আদালত ওই স্পা কে ক্ষতিপূরণ দেয়ার আদেশ দিয়েছেন। ঘটনার তিন বছরেরও বেশি সময় পর ক্ষতিপূরণ পেলেন ক্লারা। বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি টাকার ক্ষতিপূরণের বিনিময়ে সেই স্পার সঙ্গে সমঝোতায় এলেন তিনি।

আরও পড়ুন- অল্পের জন্য রক্ষা পেলো বিমানের ২০০ যাত্রী

সূত্র: ফক্স টুয়েন্টিসিক্স নিউজ।

এনবি/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply