জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

|

প্রতীকী ছবি।

সিনিয়র করেসপন্ডেন্ট, জয়পুরহাট:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় ট্রাকের চাপায় আব্দুল মোমিন (৩৫) নামের এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

নিহত আব্দলু মোমিন উপজেলার রামভদ্রপুরের ত্রিপুরা গ্রামের ইউসুফ আলীর পুত্র এবং আহত জয়নুল উপজেলার নন্দইল গ্রামের মৃত রমজান আলীর ছেলে তাকে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান, বগুড়া থেকে হিলি যাওয়ার পথে বগুড়া-ট ১১-০০৭২ একটি খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাগজানা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে মোটরসাইকেল মেরামতের দোকানের সামনে দাড়িয়ে থাকা ২জন ব্যক্তিকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই মোমিনের মৃত্যু হয়।

এসময় ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন-ভোলায় স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে গুলি, আহত ১৫

এনবি/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply