হংকংয়ে ‘স্ট্যান্ড নিউজ’র কার্যালয়ে অভিযান, কার্যক্রম বন্ধ

|

ছবি: সংগৃহীত

হংকংয়ে ৬ সাংবাদিককে গ্রেফতারের পর বন্ধ হয়ে গেছে ‘স্ট্যান্ড নিউজ’। বুধবার গণতন্ত্রপন্থী গণমাধ্যমটির কার্যালয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

এ সময় পুলিশের শত শত সদস্য অংশ নেয় অভিযানে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সাংবাদিকদের গ্রেফতার করা হয়। এই অভিযানের কয়েক ঘণ্টার মধ্যেই সংবাদ মাধ্যমটি তাদের কার্যক্রম স্থগিত করে। একইসাথে ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও মুছে ফেলা হয়। ছাটাই করা হয়েছে সকল কর্মীকে।

পুলিশ জানায়, সরকার ও রাষ্ট্রবিরোধী সংবাদ প্রকাশের চেষ্টা করছিল গ্রেফতার হওয়া ব্যক্তিরা। এর মাধ্যমে তারা সরকার ও বিচার ব্যবস্থার বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর পরিকল্পনা করছিল। ২০১৯ সালের গণতন্ত্রপন্থী আন্দোলনের সময় গণমাধ্যমটির অবস্থানের বিষয়টিও উল্লেখ করা হয়।
আরও পড়ুন: মা-বাবা ধূমপায়ী হলে সন্তানের ধূমপান করার আশঙ্কা চার গুণ
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply