উন্মুক্ত স্থানে করা যাবে না পার্টি, পরশু সকাল পর্যন্ত বন্ধ থাকবে বার: ডিএমপি

|

প্রেস ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোন পার্টি করা যাবে না। আগামীকাল সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত সকল বার বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) থার্টিফার্স্টের নিরাপত্তা নিয়ে ডিএমপির ব্রিফিংয়ে এসব নির্দেশনা দেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, ঘরে বসে বর্ষবরণের উৎসব পালন করতে হবে। উৎসব আয়োজনে আতশবাজির ব্যবহার নিরুৎসাহিত করেন ডিএমপি কমিশনার।

তিনি আরও জানান, হোটেলে থার্টিফার্স্টের আয়োজনে দেশীয় সংস্কৃতির সাথে যায় না এমন কোন অনুষ্ঠানের অনুমতি দেয়া হবে না। কোন ধরনের ডিজে পার্টি করা যাবে না বলেও জানান শফিকুল ইসলাম।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply