ঘরের মাঠে ভারতের বিপক্ষে হারলো দক্ষিণ আফ্রিকা

|

ছবি: সংগৃহীত।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়েই সিরিজ শুরু করলো ভারত। সেঞ্চুরিয়ানে বক্সিং ডে টেস্টের শেষ দিনে ভারতের বিপক্ষে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ২১০ রান। কিন্তু শেষ সেশন পর্যন্ত লড়াই করেও হার এড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ফলে ১১৩ রানের জয় পায় ভারত।

টেস্টের প্রথম দিনেই দুর্দন্ত শুরু ভারতের। লোকেশ রাহুলের শতক এবং মায়াঙ্ক আগারওয়ালের অর্ধশতকের ওপর ভর করে প্রথম দিনেই চালকের আসনে বসে ভারত। তবে দ্বিতীয় দিনের খেলায় বাধা দেয় বৃষ্টি। যে কারণে সেদিন মাঠে খেলা গড়ায়নি। তৃতীয় দিনে লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাদার বলে ধ্বস নামে ভারত শিবিরে। ফলে ৩২৭ রানে গুটিয়ে যায় ভারত। কিন্তু সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররাও। ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে প্রথম ইনিংসে ১৯৭ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা।

দ্বিতীয় ইনিংসেও মার্কো জেনসেন ও এনগিডি ৪টি করে উইকেট শিকার করলে ১৭৪ রানেই অলআউট হয়ে যায় ভিরাটরা। আর তাতেই দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ৩০৫ রানের। জবাবে ৪ উইকেট হারিয়ে ৯৪ রানে শেষ করে চতুর্থ দিন। তবে শেষ দিনে ব্যাটিং করতে শেষ বেলায় ১৯১ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply