প্যানেল মেয়র ও তার স্বামীর বিরুদ্ধে জমি দখলে সহযোগিতার অভিযোগ

|

খুলনা সিটি করপোরেশনের প্যানেল মেয়র মেমোরী সুফিয়া রহমান শুনু ও তার স্বামীর বিরুদ্ধে জমি দখলে সহযোগিতার অভিযোগ এনে একটি সংবাদ সম্মেলন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) খুলনা প্রেসক্লাবে এলাকাবাসীর ব্যানারে এই সংবাদ সম্মেলন করা হয়। এসময় বক্তারা বলেন, নগরীর ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান জমাদ্দার আড়ংঘাটা এলাকায় ক্রয় করা ১৫ দশমিক ২৫ শতক জমি ২০১৬ সাল থেকে ভোগদখল করে আসছেন।

প্যানেল মেয়র সুফিয়া রহমান ও তার স্বামী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেনের সহযোগিতায় কয়েকজন ব্যক্তি কিছুদিন ধরে জমিটি দখলের চেষ্টা করছেন। যে কোনো মুহুর্তে জমিটি বেদখলের শঙ্কা প্রকাশ করেন বক্তারা।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্যানেল মেয়র ও তার পরিবার।

আরও পড়ুন : কুয়েটের শিক্ষক সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় ৪৪ ছাত্রকে শোকজ

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply