আগামী বছর ১৬ ডিসেম্বর সরকার বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোট্রেন উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেল বা এমআরটি লাইন-৬ এর ২০.১০ কিলোমিটার ভায়াডাক্টের মধ্যে ১৯.৭০ কিলোমিটার ভায়াডাক্ট নির্মাণ সম্পন্ন হয়েছে। উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মোট ১৬টি মেট্রোরেল স্টেশনের মধ্যে ১২টির কনকোর্স ছাদ ও প্ল্যাটফর্ম নির্মাণের কাজ শেষ হয়েছে। এছাড়া ২৪ সেট মেট্রোট্রেনের মধ্যে ১০ সেট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে।
এখন উত্তরা উত্তর থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রোট্রেনসমূহের পারফরমেন্স পরীক্ষা চলছে।
/এডব্লিউ
Leave a reply