মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র স্থানগুলোর মধ্যে অন্যতম মসজিদুল হারামে আবারও ফিরে এলো শারীরিক দূরত্বের বিধিনিষেধ। সম্প্রতি সৌদি আরবে করোনার সংক্রমণ বাড়ায় বৃহস্পতিবার থেকে অন্যান্য স্থানের মত মসজিদুল হারামেও শারীরিক দূরত্ব বিধি মানতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। খবর এএফপির।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়, কাবার চারপাশে শারীরিক দূরত্বের জন্য মেঝেতে দেয়া চিহ্নগুলো আবারও যথাস্থানে ফিরিয়ে আনা হয়েছে। সৌদি আরবে করোনার সংক্রমণ কমে যাওয়ায় শারীরিক দূরত্ব নির্দেশক ওই চিহ্নগুলো গত ১৭ অক্টোবর মুছে ফেলা হয়েছিল।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের শারীরিক দূরত্ব বিধি আবারও মেনে চলতে হবে। তবে মসজিদুল হারামে নির্দিষ্ট কোনো ধারণক্ষমতার কথা সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়নি।
উল্লেখ্য, সৌদি আরবে এখন পর্যন্ত ৫ লাখ ৫৪ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৮ হাজার ৮৭৪ জন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবেই সবচেয়ে বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সৌদি আরবে ৭৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়। যা গত আগস্টের পর সর্বোচ্চ সংখ্যা।
Leave a reply