ইউরোপে একদিনে ১০ লাখ করোনা শনাক্ত, শীর্ষে ফ্রান্স

|

ছবি: সংগৃহীত

একদিনে ১০ লাখের কাছাকাছি করোনা সংক্রমণ শনাক্ত হলো ইউরোপে। শুধু ফ্রান্সেই দ্বিতীয় দিনের মতো সংখ্যাটি দু’লাখের বেশি।

বৃহস্পতিবার করোনায় মোট প্রাণহানির অর্ধেকও এই মহাদেশে। ২৪ ঘণ্টায় স্পেনে করোনা শনাক্ত হয়েছে এক লাখ ৬২ হাজারের মতো। প্রতিবেশী ইতালিতেও সংখ্যাটি এক লাখ ২৭ হাজারের কাছাকাছি।

অবশ্য প্রাণহানির দিক থেকে ইউরোপীয় দেশ পোল্যান্ড রয়েছে শীর্ষে। দেশটিতে করোনায় মারা গেছেন ৭০৯ জন। এদিন জার্মানিতে ৩৭৯ জন, ব্রিটেনে ৩৩২ জন ও ইউক্রেনে ২৭৮ জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়।

স্বাস্থ্যবিদরা বলছেন, ডেল্টা ও ওমিক্রনের যৌথ প্রাদুর্ভাবের কারণেই এতোটা বিস্তার লাভ করেছে করোনা। তাছাড়া নতুনভাবে বাড়ছে হাসপাতালে রোগী ভর্তি এবং মৃত্যুহারও।
আরও পড়ুন: বিশ্ব খাদ্য সংস্থার গুদাম থেকে ১৭০০ টন খাবার লুট
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply