টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ডি কক

|

ছবি: সংগৃহীত

মাত্র ২৯ বছর বয়সেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। সেঞ্চুরিয়ান টেস্টে ভারতের কাছে হারের পর হঠাৎ করেই এই ঘোষণা আসে। বছরের শুরুতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করা এই ক্রিকেটার অবসরের ঘোষণা দিলেন।

এ বিবৃতিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, পরিবারের সঙ্গে আরও সময় দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই উইকেটরক্ষক। কিছু দিনের মধ্যেই প্রথম সন্তানকে প্রত্যাশা করছেন ডি কক ও তার স্ত্রী।

২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পোর্ট এলিজাবেথে টেস্ট অভিষেক হয়েছিল ডি ককের। ৫৪ ম্যাচে ৩৮.৮২ গড়ে তিনি করেছেন ৩ হাজার ৩০০ রান। ছয়টি শতকের সঙ্গে ২২টি অর্ধশতক আছে তার। টেস্টে রয়েছে ২২১টি ক্যাচের সঙ্গে ১১টি স্টাম্পিং। দক্ষিণ আফ্রিকাকে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে ৪ টেস্টে নেতৃত্ব দিয়ে দু’টিতে জিতিয়েছিলেন ডি কক।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply