জিয়াউর রহমানের কবর জাতীয় সংসদ ভবন এলাকা থেকে অপসারণের দাবিতে মানববন্ধন

|

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জাতীয় সংসদ ভবন এলাকা থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ১৯৭৭ সালে ক্ষতিগ্রস্ত পরিবার।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে সংসদ ভবনের পিছনের সড়কে এ মানববন্ধন হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের কাছে ৭ দফা দাবি তুলে ধরে। তাদের অভিযোগ, অন্যায়ভাবে জিয়াউর রহমান তাদের স্বজনদের হত্যা করেছে। তাই সংসদ এলাকা জিয়াউর রহমানের কবর সরানো হোক।

আরও পড়ুন: অলি-গলিতে না হেঁটে নির্বাচনমুখী হোন, বিএনপিকে কাদের

সেসময় সামরিক সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে যাদের ফাঁসি, কারাদণ্ড ও চাকুরিচ্যুত করা হয়েছে, তাদের নির্দোষ ঘোষণার দাবিও জানান তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply