Site icon Jamuna Television

দুর্বৃত্তদের হামলায় আহত যুবলীগকর্মী স্বপন মারা গেছেন

ঝিনাইদহের শৈলকুপায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত যুবলীগকর্মী স্বপন শেখ ঢাকায় মারা গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই পুলিশ মোতায়েন করা হয়েছে শৈলকুপা শহরে।

গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় শৈলকুপা উপজেলা হাসপাতালের সামনে বসে ছিল স্বপ্ন ও রাব্বি। এসময় ১০-১৫ জন সশস্ত্র সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। হাসপাতালের ভেতরে ঢুকে পড়লে হামলাকারীরাও পিছু নেয় তাদের। এলোপাতাড়ি কুপিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে যায়। গুরুতর অবস্থায় স্বপনকে প্রথমে কুষ্টিয়া মেডিকেল ও পরে ঢাকায় নেয়া হয়।

তার মৃত্যুতে আগের হত্যাচেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে বলে জানিয়েছে পুলিশ।

/এডব্লিউ

Exit mobile version