বিশ্বে করোনায় আরও সাড়ে ৫ হাজারের বেশি মৃত্যু

|

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও সাড়ে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখের বেশি।

শনিবার (১ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

একদিনে সবচেয়ে বেশি প্রাণহানি দেখেছে রাশিয়া। ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৯০০ এছবি: সংগৃহীত। বেশি মানুষের। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৭ শতাধিক। ইউরোপের দেশগুলোর মধ্যে ব্রিটেন এবং জার্মানিতে প্রাণহানি ছাড়িয়েছে দু’শর ঘর। এছাড়া, ফ্রান্সে এ সংখ্যা ১৯০। এদিকে, ভারতে করোনা আক্রান্ত হয়ে নতুন করে প্রাণ গেছে দেড়শ মানুষের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply